[green] Wapkiz এর জন্য নিয়ে নিন দারুন একটি Css থিম কোড ।[green]
admin



Home » Wapkiz » [green] Wapkiz এর জন্য নিয়ে নিন দারুন একটি Css থিম কোড ।[green]

আপনার সবাই কেমন আছেন?

আশাকরি মহান সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনারা সবাই অনেক ভালো আছেন।
আর আমিও আপনাদের সকলের আর্শীবার্দ/দেওয়া ও মহান সূষ্টিকর্তর অশেষ কূপায় অনেক ভালো আছি।
আর আমি ভালো আছি এ জন্য আজকে আবার একটা নতুন টপিক নিয়ে পোষ্ট লিখতে বসেছি।

জানি আমার এই পোষ্ট টি আপনাদের ভালো লাগবে। তবে আমি চেষ্ট করি যেন আপনার আমার এই পোষ্ট টি পরে আপনার অনেক খুশি হন।
তো আপনারা আমার এই পোষ্ট
টি অনেক মনোযোগ সহকারে পড়বেন।
আর কোথায় কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্ট করব আপনাদের বোঝাতে।
আজকের টপিক নিয়ে কিছু কথা।
আজকে আমি তৃতীয় bnhelper.wapkiz.com এ পোষ্ট করছি এবং আমি একজন মানুষ আর মানুষ মাত্যই ভুল হয়, তাই আমার পোষ্টে আপনারা কোনো ভুল দেখতে পান তাহলে আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন।
এবং ভুলটা কোথায় হয়েছে তা ধরিয়ে দেবেন। তাহলে
আমি আমার ভুল সংশোধন করে নেওয়ার চেষ্ট করব।

তো অনেক বক বক করলাম এবার কাজের কথায় আসি

আজকের টপিক
আপনার অনেকই হয়োতো পোষ্টের টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কি নিয়ে পোষ্ট লিখতে যাচ্ছি।
হ্যাঁ আজকে আমি APKSTOR এর সি এস এস থিম নিয়ে লিখতে যাচ্ছি।

আপনার হয়তো অনেকেই এই Css থিম টি দেখেছেন আবার অনেকেই দেখেন নি। তো না দেখলেও সম্যাসা নেই করাণ আজকে আমি সেই সি এস এস থিম টি দেব। তো আর দেরি কিসের নিচ থেকে সি এস এস থিম টি কপি করে নিন।
একটু কষ্ট করে এখানে দিয়ে কোড টি কপি করে নিন।

এবার সি এস এস থিম টি যেভাবে সেট করবেন।
screenshot দেখুন
প্রথমে Panal Mode এ ক্লিক করুন
তার পর Css Theme এ ক্লিক করুন
তার পর Edit Full Css এ ক্লিক করুন
এখানে আমার দেওয়া কোড টি দিয়ে OK করে দিন ব্যস কাজ শেষ।
তাহলে এখন আপনার সাইট টি ডিজাইন করুন।
ইর্শ লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে গেল আজ আর লিখতে পারছি না আজ এখানেই শেষ করছি তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। bnhelper.wapkiz.com এর সাথে থাকুন ধন্যবাদ। http://starplus.wapzim.com আমার সাইটি ভিজিট করুন।
125 views 2021 ago

Add Comment

Name:

Email:

Write:

Recently Comments

0 comment